Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -4

রাব্বানা আফরিঘ আলাইনা সাব-রান ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল-কাউমিল-কাফিরিন

বাংলা উচ্চারণ:

রাব্বানা আফরিঘ আলাইনা সাব-রান ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল-কাউমিল-কাফিরিন|

সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ২৫০

আরবি উচ্চারণ:

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ

মোনাজাতের অর্থ

হে আল্লাহ! আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও, এবং আমাদেরকে দৃঢ়পদ কর এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোল।

ফজিলত

সাহাবীগণ যুদ্ধে থাকা অবস্থায় জালুতের সাথে এই দোয়া পড়তেন। প্রতিপক্ষ সৈন্যদের আক্রমনের স্বীকার হলেও এই দোয়া পড়তেন।

পরবর্তী রাব্বানা দোয়া - Rabbana Dua -5 

No comments

Powered by Blogger.