Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -5

রাব্বানা লা তু-আখিধনা ইন-নাসিনা আউ আখতাও-না

 বাংলা উচ্চারণ:

রাব্বানা লা তু-আখিধনা ইন-নাসিনা আউ আখতাও-না|

সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ২৮৬

আরবি উচ্চারণ:

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

মোনাজাতের অর্থ

হে দয়াময়! আমরা যদি কোন কারনে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিওনা।

ফজিলত

১। সূরা আল-বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ দুই আয়াত এর প্রথম আয়াত।

২। আল্লাহ্ রাসুল আল্লাহ্পক্ষ থেকে তাঁর কাছে যা পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করতেন এবং মুমিনগণও তাই করতেন। সকল মুমিনই আল্লাহ্‌, আল্লাহ্ রাসুল, ফেরেসেতা, আসমানি কিতাব এবং প্রেরিত রাসুলদেরকে বিশ্বাস করতেন।

তাঁরা বলেন, আল্লাহ্ প্রেরিত রাসুলদের মধে আমরা কোন ভেদাভেদ করিনা। আমরা শুনি এবং সেই অনুযায়ী কাজ করি।

No comments

Powered by Blogger.