রাব্বানা দোয়া - Rabbana Dua -3
বাংলা উচ্চারণ:
রাব্বানা আতিনা ফিদ-দু-নিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার।
সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ২০১
আরবি উচ্চারণ:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
মোনাজাতের অর্থ
“হে রাব্বুল আলামিন! আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যান দান করুন। এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন!”
ফজিলত
১। রাসুলুল্লাহ (সাঃ) নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন।
২। হজ্জের তাওয়াফের সময় এই দোয়াটি করা মাসনুন।
৩। আব্দুল্লাহ বিন সাইয়িব বলেন, রাসুলুল্লাহ (সাঃ) রুকন জামাহ এবং রুকন আসওয়াদ এর মাঝে এই দোয়াটি করতেন। (আবু দাউদ)
৪। আবু হাসান বিন দাহহাক(রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ যদি ১০০ টি দোয়া করতেন তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে। এমনকি দুটি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়া।
৫। আল্লামা বাগাবি হতে বর্ণিত, একবার রাসুলুল্লাহ খুব দুর্বল ও পাতলা গড়নের (সদ্য ডিম থেক ফোটা বাচ্চার মত) এক লোককে দেখে তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি আল্লাহ্র কাছে কোন দোয়া কর’?
উত্তরে লোকটি বললেন, আমি আল্লাহ্র কাছে এই দোয়া করি যে আল্লাহ্ যেন আমাকে আখিরাতের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয়। রাসুলুল্লাহ (সাঃ) আশ্চর্যের সাথে বললেন, ‘কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সামর্থ্য নেই। বরং তুমি আল্লাহ্র কাছে এই দোয়াটি করো।
সুবহানাল্লাহ। লোকটি দোয়াটি করলেন এবং সুস্থ হয়ে উঠলেন। (সহিহ মুসলিম)।
No comments