রাব্বানা দোয়া - Rabbana Dua -2
বাংলা উচ্চারণ:
রাব্বানা ওয়ায-আলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন জুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত-তাউয়াবুর-রাহীম
সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ১২৮
আরবি উচ্চারণ:
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
মোনাজাতের অর্থ
“হে আল্লাহ! আমাদেরকে আপনার উপর আজ্ঞাবহ করুণ এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুণ, আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন। আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনিই একমাত্র তওবা কবুলকারী! পরমদয়ালু!”
ফজিলত
১। এই দোয়াটি হযরত ইবরাহীম (আঃ) নিয়মিত করতেন।
২। হযরত ইবরাহীম (আঃ) কোন কাজ শেষ করার পর আল্লাহ্র প্রতি ভয় এবং স্বীকৃতি সরূপ এই দোয়াটি করতেন। আল্লাহ্র উপর বশ্যতা এবং আনুগত্যের প্রকাশ হিসেবে সবারই এই দোয়াটি করা উচিৎ।
এর কারণ হিসেবে বলা হয়েছে, কোন ব্যক্তির মধ্যে আল্লাহ্র উপর স্বীকৃতি যত বাড়বে, আল্লাহকে অনুধাবনের পরিমানও বাড়তে থাকবে।
৩। ইবরাহীম (আঃ) তাঁর বংশধরদের আধ্যাত্মিক কল্যাণ এর জন্যেও এই দোয়া করতেন বিশেষ করে তাদের আখিরাতের কল্যানের জন্যে।
৪। এই দোয়াটি করার অন্য আরেকটি কারণও আছে। তাঁর বংশধরগন ভাল কাজ করে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে উদাহরন হিসেবে রাখতে পারে এবং তা পরবর্তীতে সমগ্র মুসলমান জাতির জন্যে কল্যান বয়ে আনবে।
No comments