Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -36

রাব্বানা দোয়া - Rabbana Dua -36

বাংলা
উচ্চারণ:

রাব্বানা-ঘফির লানা ওয়া লি ইখওয়ানি নাল্লাযিনা সাবাকুনা বিল ইমানি ওয়া লা তাযাআল ফি কুলুবিনা ঘিল্লাল-লিল্লাযিনা আমানু

সূরা আল-হাশর, আয়াতঃ ১০

আরবি উচ্চারণ:

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا

মোনাজাতের অর্থ

হে আল্লাহ্‌! আপানার ওয়াদা অনুযায়ী তাদেরকে এবং তাদের পিতা-মাতা, স্ত্রী-সন্তান সকলকেই জান্নাতবাসী করুন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এবং আপনি তাদের গুনাহ মাফ করুন। নিশ্চয়ই আপনি কেয়ামতের দিন তাদের উপর ক্ষমাশীল থাকবেন। এবং এটাই শ্রেষ্ঠ অর্জন।

ফজিলত

১। ফেরেশতাগন ঈমানদারদের জন্যে এই দোয়াটি করবেন।

২। সাইদ বিন জুবাইর হতে বর্ণিত- যখন কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, তখন তাঁর বাবা, ভাই এবং সন্তানদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে। এবং তাঁকে বলা হবে যে, যে পরিমান ভালো কাজের জন্যে তিনি জান্নাত পেয়েছেন, তাঁর পরিজনদের মধ্যে সে পরিমান নেক পাওয়া যায়নি। উত্তরে ব্যক্তি তখন বলবে, আমার সকল নেক-আমল আমার নিজের এবং পরিজনের জন্যে। এরপর তাঁর বাবা, ভাই এবং সন্তান তাঁর সাথে যোগ দিবেন। তার পরপরই সাইদ বিন জুবাইর এই দোয়াটি পড়লেন। (ইবনে কাথির)

No comments

Powered by Blogger.