Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -37

 

রাব্বানা দোয়া - Rabbana Dua -37

বাংলা উচ্চারণ:

রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম

সূরা আল-হাশর, আয়াতঃ ১০

আরবি উচ্চারণ:

رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

মোনাজাতের অর্থ

হে আল্লাহ্‌! আমাদেরকে এবং আমাদের অগ্রবর্তী ভাইগনদেরকে যারা আমাদেরকে ঈমান আনতে সাহায্য করেছে তাদের সকলকে ক্ষমা করো। এবং ঈমানদারদের বিরদ্ধে আমাদের মনে কোন ক্ষোভ রেখোনা। নিশ্চয়ই আপনি পরম দয়ালু এবং করুনাময়।

ফজিলত

১। আল-লাযিনা-আমানু বলতে মুহাজিরিন এবং আনসার বুজানো হয়েছে।

২। মালিক বিন মামুল বলেন যে আমির বিন সুরাহবিল তাঁকে বলেছেন, একদিক থেকে ইহুদি এবং খ্রিস্টানরা শিয়া সম্প্রদায়ের চেয়ে অনেক ভালো। কারণ যখন ইহুদিদের জিজ্ঞেস করা হয় যে তোমাদের সম্প্রদায়ের সবচেয়ে ধর্মচারী কারা? জবাবে তাঁরা বলেন মুসা (আঃ) এর অনুসারীরা। একই প্রশ্ন খ্রিস্টানদের জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন ঈসা (আঃ) এর অনুসারীরা। কিন্তু যখন শিয়া সম্প্রদায়ের কাউকে জিজ্ঞেস করা হয় তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা? তাঁরা জবাবে বলেন রাসুলের অনুসারীরা। (তাফসীর মাযহারি) জন্যেই মানুষের বিশ্বাস ঠিক রাখার জন্যে উপরিউক্ত দোয়াটি করা হয়।

পরবর্তী রাব্বানা দোয়া - Rabbana Dua -38

No comments

Powered by Blogger.