Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -34

রাব্বানা দোয়া - Rabbana Dua -34

বাংলা
উচ্চারণ:

রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইর রাহমাতান ওয়া ইলমান ফাঘফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবা সাবিলাকা ওয়াকিহিম আযাবাল-যাহিম

সূরা ঘাফির, আয়াতঃ

আরবি উচ্চারণ:

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ

মোনাজাতের অর্থ

হে মহান রাব্বুল আলামিন! নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, এবং ভালো কাজের জন্যে সমাদরকারি প্রতিদানকারী।

ফজিলত

১। জান্নাতবাসীগন জান্নাতে গমন করার সময় এই দোয়া পড়বেন। (মারিফুল কুরআন)

২। ইবনে উমার (রাঃ) বর্ণিত- নবী (সাঃ) বলেছেন, কালিমা পাঠকারীদের মৃত্যুর সময় কোন ভয় থাকবেনা। কবরের কঠিন আজাবের অভিজ্ঞতাও তাঁদের হবেনা, এবং শেষ বিচারের দিনেও না। আমি দেখছি, শেষ বিচারের দিন কবর থেকে উত্তলনের সময় তাঁদের মাথার ধুলো আচ্ছাদন করা থাকবে এবং তাঁরা এই দোয়াটি করতে থাকবে। (ইবনে কাথির)

No comments

Powered by Blogger.