Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -33

 

রাব্বানা দোয়া - Rabbana Dua -33

বাংলা উচ্চারণ:

রাব্বানা লা ঘাফরুন শাকুর

সূরা ফাতির, আয়াতঃ ৩৪

আরবি উচ্চারণ:

رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ

মোনাজাতের অর্থ

হে আল্লাহ্‌! আমাদের স্ত্রী এবং সন্তান-সন্ততিদের আমাদের চোখের জন্যে শীতলতা দান করো। এবং আমাদেরকে মুত্তাকীদের কাছে আদর্শ সরূপ করে তকুরআ

ফজিলত

১। চোখের শীতলতা বলতে হাসান বসরি (রাঃ) উল্ল্যেখ করেছেন, নিজের পরিবার পরিজনদের আল্লাহ্ অনুগত হতে দেখাই হচ্ছে চোখের আসল শীতলতা। পরিবারের সুখ, শান্তি কল্যানও এর মধ্যে অন্তর্ভুক্ত। (মারিফুল কুরআন)

২। আল্লাহ্ বাছাই করা বান্দা তারাই, যারা নিজে ভালো কাজ করে এবং স্ত্রী-সন্তানদের ভাল কাজে এবং আল্লাহ্অনুরাগী হতে উৎসাহ প্রদান করেন। তাঁরা এজন্যে সবসময়ই কাজ করে যাবেন এবং এর অংশ হিসেবে এই দোয়াটি করবেন। (ইবিদ)

৩। নিজের পরিবার এবং সন্তান-সন্ততিদের আল্লাহ্ অনুগত হতে দেখার চেয়ে আর ভালো কিছুই নেই। (তাফসীর মাযহারি)

পরবর্তী রাব্বানা দোয়া - Rabbana Dua -34

No comments

Powered by Blogger.