রাব্বানা দোয়া - Rabbana Dua -19
বাংলা উচ্চারণ:
রাব্বানা আনযিল আলাইনা মা’ইদাতাম মিনাস-সামাই তুকনু লানা ইদাল লি-আওয়া-লিনা ওয়া আখিরনা ওয়া আয়াতাম-মিনকা ওয়ার-যুকনা ওয়া আন্তা খায়রুল-রাযিকীন।
সূরা আল-মাইদাহ, আয়াতঃ ১১৪
আরবি উচ্চারণ:
رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
মোনাজাতের অর্থ
“হে আমাদের পালনকর্তা! আমাদের জন্য জান্নাত থেকে আহারের ব্যবস্থা করুন, যা আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্যই আনন্দের হবে। এবং এটি আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে। আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন, আপনিই শ্রেষ্ঠ রুযী দাতা। “
ফজিলত
No comments