রাব্বানা দোয়া - Rabbana Dua -18
বাংলা উচ্চারণ:
রাব্বানা আমাননা ফাকতুবনা মা’আশ-শাহিদীন।
সূরা আল-মাইদাহ, আয়াতঃ ৮৩
আরবি উচ্চারণ:
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
মোনাজাতের অর্থ
“হে দয়াময়! আমরা ঈমান এনেছি, আমাদের মান্যকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন।“
ফজিলত
“আমাননা” শব্দটি দিয়ে আহলুল-কিতাব এর আগের ঈমান কে বুজায় না বরং বর্তমান ইমানকেই ইঙ্গিত করা হয়েছে এবং ইমানদারদের দলে অন্তর্ভুক্ত হতে বলা হয়েছে।
রাব্বানা শব্দটি দিয়ে এটি পরিষ্কার করা হয়ছে যে তাঁরা মিথ্যা এবং সাধারন নয় বরং সত্যিকারের ঈমান আনছে।
No comments