Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -25

রাব্বানা দোয়া - Rabbana Dua -25

বাংলা
উচ্চারণ:

রাব্বানা ইন্নাকা তালামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইয়াখফা আলাল-লাহি মিন শাইয়িন ফিল-আরদি ওয়া লা ফিস-সামা

সূরা ইব্রাহীম, আয়াতঃ ৩৮

আরবি উচ্চারণ:

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

মোনাজাতের অর্থ

হে আল্লাহ্‌! নিশ্চয়ই আমাদের প্রকাশ্যে এবং গোপনে করা সকাল কৃতকর্মই আপনার জানা। আল্লাহ্ কাছে এই দুনিয়ার এবং আখিরাতের কোন কিছুই গোপন নয়।

ফজিলত

১। হযরত ইব্রাহীম (আঃ) এই দোয়াটি করেছিলেন।

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, হযরত ইব্রাহীম (আঃ) যখন হযরত ইসমাইল (আঃ) এবং তাঁর মাকে মরুভুমিতে রেখে আসছিলেন তখন মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে এই দোয়া করেছিলেন। (তাফসীর মাযহারি)

No comments

Powered by Blogger.