রাব্বানা দোয়া - Rabbana Dua -24
বাংলা উচ্চারণ:
রাব্বানা লা তায-আলনা ফিতনাতাল লিল-কাওমিয- যালিমীন ওয়া নাযযিনা বি-রাহমাতিকা মিনাল কাওমিল কাফিরীন।
সূরা ইউনুস, আয়াতঃ ৮৫-৮৬
আরবি উচ্চারণ:
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ; وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
মোনাজাতের অর্থ
“হে আল্লাহ্! আমাদেরকে জালিম এবং পথভ্রষ্ট কওমের শক্তি পরিক্ষা করিও না। এবং আমাদেরকে জালিম ও কাফেরদের হাত থেকে রক্ষা করো। “
ফজিলত
যে কোন দোয়া করার আগে তা কবুল হওয়ার জন্যে আল্লাহ্র উপর পূর্ণ ভরসা রাখা পরম গুরুত্বপূর্ণ।
(তাফসীর মাযহারি)
No comments