Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -23



রাব্বানা দোয়া - Rabbana Dua -23

বাংলা উচ্চারণ:

রাব্বানা আফরিঘ আলাইনা সাবরাও ওয়া তাওফফানা মুসলিমীন

সূরা আল-রাফআয়াতঃ ১২৬

আরবি উচ্চারণ:

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

মোনাজাতের অর্থ

হে রাব্বুল আলামিনআমাদের জন্যে ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করো।

ফজিলত

এই দোয়ার মধ্যে এই ইঙ্গিতটি করা হয়েছে যে আল্লাহ্‌ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা-ভরসার কোন ব্যবহারই হবেনা। অতএবদুয়া করতে হবে যাতে আল্লাহ্‌ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়ার তৌওফিক দেন। কারণ একমাত্র দৃঢ়তাধৈর্যশীলতাই পারে একজন মানুষকে প্রতিপক্ষের কাছে জয়ী করে তুলতে। (মারিফুল কুরআন)

পরবর্তী রাব্বানা দোয়া - Rabbana Dua -24

No comments

Powered by Blogger.