রাব্বানা দোয়া - Rabbana Dua -16
বাংলা উচ্চারণ:
রাব্বানা ফাঘফির লানা যুনুবানা ওয়া কাফফির আননা ছাইয়াতিনা ওয়া তাওফফানা মা’ল আবরার।
সূরা আল-ইমরান, আয়াতঃ ১৯৩
আরবি উচ্চারণ:
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
মোনাজাতের অর্থ
“হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ কর ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফীক দাও! এবং আমাদের পবিত্রতার সাথে আল-আবরারগনের সাথেই মৃত্যু কবুল করুন- যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিষেধ সঠিক ভাবে মেনে চলেছে।“
ফজিলত
১। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া/ উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিৎ - ১) জান্নাত পাওয়া ২) জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এ জন্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে – ১) ঈমান আনা ২) পাপ কর্ম থেকে দূরে থাকা।(বায়ানুল কুরআন)
২। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত – রাসুলুল্লাহ (সাঃ) নিয়মিত রাতে সুরাহ আল-ইমরান এর শেষ ১০ আয়াত পাঠ করতেন।
No comments