রাব্বানা দোয়া - Rabbana Dua -39
রাব্বানা লা তাজ’আলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াঘফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আজিজুল-হাকিম।
সূরা আল-মুমতাহানাহ, আয়াতঃ ৫
আরবি উচ্চারণ:
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
মোনাজাতের অর্থ
“হে আল্লাহ্! আমাদের উপর পথভ্রষ্টতার পরীক্ষা নিওনা। আমাদের ক্ষমা করো রাব্বুল আলামিন। নিশ্চয়ই তুমি পরম করুণাময় এবং সর্ব-জ্ঞানী।“
ফজিলত
১। এই দোয়াটি হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর অনুসারীরা করতেন।
২। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ্ তুমি কাফেরদের হাতে আমাদের শাস্তি দিও না এবং সরাসরি কোন শাস্তি দিওনা। অন্যথায় কাফিররা বলবে, এঁরা যদি সত্যিকারের ঈমানদার হয় কোন নির্যাতনই এদের ক্ষতি করতে পারবেনা। (তাফসীর মাযহারি)
No comments