রাব্বানা দোয়া - Rabbana Dua -30
বাংলা উচ্চারণ:
রাব্বানা আমান্না ফাঘফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমীন।
সূরা আল মু’মিনূন, আয়াতঃ ১০৯
আরবি উচ্চারণ:
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
মোনাজাতের অর্থ
“হে আল্লাহ্! জান্নাতে আপনার কাছেই আমাকে থাকার ব্যবস্থা করে দেন।“
ফজিলত
১। ফিরাউনের স্ত্রী ছিলেন আল্লাহ্র উপর বিশ্বাসী এবং তিনি ঈমান এনেছিলেন। তিনি এই দোয়াটি করেছেন যাতে ফিরাউনের কাছ থেকে তিনি মুক্তি পান এবং জান্নাত লাভ করেন।
No comments