Header Ads

রাব্বানা দোয়া - Rabbana Dua -12

রাব্বানাঘফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফীরীন

বাংলা উচ্চারণ:

রাব্বানাঘফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফীরীন|

সূরা আল-ইমরানআয়াতঃ ১৪৭

আরবি উচ্চারণ:

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

মোনাজাতের অর্থ

হে রাব্বুল আলামিনআমাদের গুনাহ এবং ভুল গুলো ক্ষমা করে দাও। এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য কর।

ফজিলত

১। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে যখন কেউ কোন দুর্যোগে বিপদগ্রস্থ হয় সবারই একসাথে এগিয়ে আসা উচিত এবং অনুশোচনা করে দোয়া করা উচিৎ। কারণ অধিকাংশ দুর্যোগসমস্যা কাউকে বিপদে ফেলছে তাঁর অতিত পাপের কারনে। (বায়ানুল কুরআন)

২। এই দোয়ার মাধ্যমে প্রথমে অতীতের সকল পাপের জন্যে ক্ষমা চাওয়া হয়। এর একটি দিক হচ্ছেযে কোন ধরনের বিপদ-আপদদুর্যোগসমস্যা যাই আসুক না কেনএটি যে বিপদগ্রস্থ ব্যাক্তির অতিত পাপের কারনে হয়ছে তা স্বীকার করে নেয়া। এবং প্রতিকার হিসেবে পাপের জন্যে আল্লাহ্ কাছে ক্ষমা চাওয়া এবং অনুশোচনা করা।(মারিফুল কুরআন)

No comments

Powered by Blogger.